বাংলাদেশি শিক্ষার্থীদের ১০০টি স্কলারশিপ দেওয়ার ঘোষণা তুরস্কের

:
: ৩ years ago

বাংলাদেশি শিক্ষার্থীদের ১০০টি স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। গত রোববার রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগুর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

রাষ্ট্রীয় সফরে তুরস্কে অবস্থানরত ড. মোমেন এবং তার স্ত্রীর সম্মানে ওইদিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসভবনে নৈশভোজের আয়োজন করেন। আন্তরিকতাপূর্ণ আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন।

বৈঠককালে ড. মোমেন তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের নামে ঢাকায় পার্ক উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। আগামী বছর তুরস্কের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়েও দুদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করে তুরস্কের সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে মোমেনের ভূমিকার প্রশংসা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পদক্ষেপগুলো আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পররাষ্ট্রমন্ত্রী।

বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় সুযোগের বিষয়গুলো তুলে ধরে ড. মোমেন বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।