পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি সৈয়দ আসিফ শাহকারকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুলাই) সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহ্দী হাসান দূতাবাস প্রাঙ্গণে তার হাতে বাংলাদেশি ই-পাসপোর্ট তুলে দেন।
স্টকহোমের বাংলাদেশ দূতাবাস জানায়, সৈয়দ আসিফ শাহকার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের লাহোরে ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেন। বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য তাকে কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়।
পরে তিনি সুইডেনের নাগরিক হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত করা হয়।
সম্প্রতি তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com