বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিদেশের মাটিতে সফলতা অর্জন করতে হলে জাতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগকে বিশেষ করে পেস বোলিংয়ে প্রচুর উন্নতি করতে হবে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঢাকাস্থ মাদারীপুর ক্রিকেট কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী ও সংগীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
পাপন বলেন, ‘পেস বোলিংয়ের মত আমাদের দলে বেশ কিছু দুর্বল দিক রয়েছে। বিদেশের মাটিতে কোনো কোনো সময় আমাদের পেস বোলিং একেবারেই দুর্বল। দক্ষিণ আফ্রিকায়ও এটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তারা উদ্বোধনী জুটিকেই ভাঙ্গতে ব্যর্থ হয়েছে। তাই এ বিভাগে প্রচুর উন্নতি করতে হবে। ’
সমিতির আহ্বায়ক হাবিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি’র পরিচালক (মিডিয়া) জালাল ইউনুস এবং নজিব আহমেদ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও অভিনেতা আমিরুল ইসলাম ও শংকর সাজওয়াল। স্বাগত ভাষণ দেন সদস্য সচিব মহিদুল ইসলাম মহিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক ও সাবেক পেস বোলার আমির বাবু।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com