নাসুম আহমেদ টানা ৪ ওভার বোলিং করে গেলেন। উইকেট পেলেন ৪টি। ২২ গজে হাত ঘুরালেন শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। প্রত্যেকেই পেলেন সাফল্য।
শরিফুল ৩টি, সাকিব ২টি ও মোস্তাফিজের শিকার এক উইকেট। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটই পেলেন বাংলাদেশের চার বাঁহাতি বোলার। বাঁহাতিদের জয়জয়কারে ইতিহাস গড়ল বাংলাদেশ।
টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম ইনিংসের সবগুলো উইকেট নেওয়া প্রত্যেকে বাঁহাতি বোলার।
মিরপুর শের-ই-বাংলায় ১৪৯৫ নম্বর টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ ও আফগানিস্তান। আগে ব্যাটিং করে বাংলাদেশ ৮ উইকেটে ১৫৫ রান করে। জবাবে ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৬১ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
ব্যাটিংয়ে লিটনের ৬০ রানে বাংলাদেশ ভালো পুঁজি পেলেও নাসুমের শুরুর ধাক্কায় ব্যাকফুটে চলে যায় অতিথিরা। ৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। এরপর সাকিব এসে ফেরান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরানকে। ফিনিশিং লাইনে দুই বাঁহাতি পেসার বাজিমাত করেন। শরিফুল নেন ৩ উইকেট। মোস্তাফিজের শিকার আজমতউল্লাহ ওমারজাই। সব মিলিয়ে বাঁহাতি বোলাররা ২২ গজে দারুণ সময় কাটান তারা।
এদিকে বল হাতে ২ উইকেট নেওয়ার পথে নবীকে ফিরিয়ে সাকিব সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com