বাবা বলেছিলেন বাঁধাকপি কিনে আনতে। তাই শুনে বাড়ি ফেরার পথে ভ্যানেসা ওয়ার্ড গিয়েছিলেন দোকানে। বাঁধাকপি কেনার সঙ্গে সঙ্গে একটি লটারির টিকিটও কিনে ফেলেন তিনি। আর তাতেই কেল্লাফতে! লটারিতে ২ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি জিতে নিয়েছেন ভ্যানেসা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এই ঘটনা ঘটেছে। ভার্জিনিয়া লটারির একটি টিকিট কিনেছিলেন ভ্যানেসা। বাসায় ফেরার পর ওই লটারির কার্ড স্ক্র্যাচ করে দেখতে পান, ১ থেকে ৫ লাখ ডলার জেতার সম্ভাবনা আছে তাঁর। পরে চূড়ান্ত ফলাফলে ভ্যানেসা জেতেন ২ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় এটি দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি।
মেরিল্যান্ডের টেম্পল হিলসে বাস করেন ভ্যানেসা। লটারিতে অর্থ জেতার পর ভ্যানেসা ওয়ার্ড বলেছেন, এটি অবসর সময়ের জন্য সঞ্চয় করবেন তিনি। এই অর্থ দিয়ে ডিজনি ওয়ার্ল্ডেও বেড়াতে যেতে পারেন ভ্যানেসা।
তবে মেরিল্যান্ডে অধিবাসীদের মধ্যে আগেও লটারিতে অর্থ জেতার মতো ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে আরেক নারী লটারির জ্যাকপট জিতেছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com