#

বাঁধন’র বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় ববি উপাচার্য প্রফেসর ড.ছাদেকুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রশিক্ষক কেন্দ্রের পরিচালক ড. খোরশেদ আলম ,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস, বাঁধনের উপদেষ্টা শিক্ষক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সিরাজিস সাদিক,উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: উজ্জ্বল হোসেন, কোস্টাল স্টাডিজ বিভাগের প্রভাষক আলমগীর হোসেন, উপদেষ্টাবৃন্দ, রক্তদাতাবৃন্দ ও বাঁধনকর্মী বৃন্দ। এদিকে অনুষ্ঠানে ২০২০ কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার বন্যা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো: রবিউল ইসলাম। কেন্দ্রীয় পর্যবেক্ষক গাজী হাদিউজ্জামান, সহ- সভাপতি মো: মুনিরুজ্জামান, মুজাহিদুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদাহ্ তানজীম, সাংগঠনিক সম্পাদক তারানা জাহাঙ্গীর মীম, সহ- সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, অর্থ সম্পাদক মো: সোহেল রানা, দপ্তর সম্পদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সিবাত আহমেদ, তথ্য ও শিক্ষা সম্পাদক মো : শাহাবুদ্দিন, কার্যনির্বাহী সদস্য নাভিদ নসিফ রাকিন, ইমরুল কায়েস, সাবিত হাসান, বায়জিদ ও জোবাদা আক্তার জুটি। অন্যদিকে ২০১৪-১৫ সেশনের ডোনার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ, ও বাঁধনের লোগো সম্বলিত চাবির তুলে তুলে দেওয়া হয়। বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট ২০১৯ সালে ৫৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছে । নতুন রক্তদাদা সৃষ্টি করেছে ১২২ জন এবং বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করেছে ৬২৮ জনের ।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন