অনলাইন ডেস্ক:শৈশবে ছাড়িয়ে কৈশরে পা রেখেছে সানজিদা অক্তার। যে বয়সে ঘুরে বেড়ানোর কথা সেই বয়সেই মৃত্যুর সথে পাঞ্জা লড়ছে সাত বছরের শিশু সানজিদা। তার দুরন্তপনাকে দমিয়ে বিছানায় বন্দী করে রেখেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।
সানজিদার চিকিৎসক বলেছেন, যতদ্রুত সম্ভব তার অপরেশন করাতে হবে। তবেই তাকে বাঁচানো যাবে । এতে খরচও পড়বে অনেক। এ চিকিৎসায় ব্যয় হবে আড়াই লাখ টাকা।
সানজিদা বানারীপাড়ার জম্বুদ্বীপ এলাকার বাসীন্দা।
বাবা শ্রমিক সোহেল রানা এবং গৃহিণী মা সর্বস্ব দিয়ে চিকিৎসা খরচ চালিয়ে এখন নিঃস্ব। তাই হৃদয়বান ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছে পরিবারটি। তাকে সাহায্য করতে – ফোন০১৬৩৮০৬২৯০২, বিকাশ-০১৯১৬৮০৫৪৮৬।
জানা গেছে, অষ্টম শ্রেণিতে পড়তো সানজিদা। স্কুল থেকে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেলে পরীক্ষা করার পর ধরা পড়ে ব্লাড ক্যান্সার।এতদিন ক্যামো চলছিল কিন্তু অবস্থা আরও খারাপ হলেও অর্থাভাবে তাকে বাড়িতে রাখা হয়। দ্রুত চিকিসৎসা করানো হলে বেচে যাবে সানজিদা।
তাকে বাচাতে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন সানজিদার দাদা মো. আলাউদ্দিন।