 
     এ দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। একজন নগর বাউলের সাইনবোর্ড অন্যজন আর্ক ব্যান্ডের তারকা। বহুদিন তারা ব্যান্ড সংগীতের আঙিনাকে মাতিয়ে রেখেছেন গানে গানে। একমঞ্চেও বহু কনসার্টে দেখা গেছে তাদের।
এ দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। একজন নগর বাউলের সাইনবোর্ড অন্যজন আর্ক ব্যান্ডের তারকা। বহুদিন তারা ব্যান্ড সংগীতের আঙিনাকে মাতিয়ে রেখেছেন গানে গানে। একমঞ্চেও বহু কনসার্টে দেখা গেছে তাদের।
তবে মাঝে বেশ লম্বা বিরতি গেছে। সেই বিরতি কাটিয়ে আবারও একই আয়োজনে গান করতে আসছেন ব্যান্ড গানের দুই নন্দিত তারকা জেমস ও হাসান। তাদের সঙ্গে থাকবেন আরেক জনপ্রিয় গায়ক এস আই টুটুলও।
আগামী ১৬ ডিসেম্বর রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’- এ পারফর্ম করবেন এই তিনজন। এই তথ্য নিশ্চিত করেছে গানবাংলা।
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬দিন ব্যাপী এক মহা আয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। এর ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।
এই আয়োজনের অংশ হিসেবেই ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে গাইতে দেখা যাবে জেমস, হাসান ও এস আই টুটুলকে।
এটি সবার জন্য থাকবে উন্মুক্ত।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com