বস্তির পথশিশুদের স্বাস্থ্য-শিক্ষার দায়িত্ব নিল কলকাতা বিশ্ববিদ্যালয়

লেখক:
প্রকাশ: ৭ years ago

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বস্তির হতদরিদ্র শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার দায়িত্ব নিতে চলেছে। দেওয়া হবে জামাকাপড়ও। সপ্তাহে দু’দিন মিলবে খাবার। ঝরে পড়া শিশুদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় তাদের লেখাপড়া শেখানো হবে। দল বেঁধে বেড়াতে নেওয়া হবে বছরে একবার। খবর আনন্দবাজার পত্রিকার।

একটি ঐতিহ্যবাহী, গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান যে নিজের গণ্ডির বাইরে গিয়েও কাজ করতে পারে তা প্রমাণ করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কর্মোদ্যমের মূল কাণ্ডারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু উৎকর্ষের কেন্দ্র হয়ে থাকতে চায় না, অংশ নিতে চায় সমাজসেবায়। যারা পিছিয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়াতে চায়। সবচেয়ে আনন্দের কথা, এই উদ্যম যাতে কিছুদিনের মধ্যেই নিভে না যায়, এজন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সব কাজ করবেন। সাবেক শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে কয়েকজনকে বেছে নেওয়া হচ্ছে। দায়িত্ব সবার, কাজ তাদের। এটাই সঠিক পথ।

উপাচার্য আরও বলেন, অন্তঃসার শূন্য সমালোচনা, নিন্দা, ঘেরাও, পরীক্ষায় অকৃতকার্য হলেও পাশ করিয়ে দেওয়ার দাবি, ক্লাসে অনুপস্থিত থেকে পরীক্ষা অংশ নিতে আন্দোলন, সিনেট–সিণ্ডিকেটের গঠন ও কর্মধারা নিয়ে রাজনীতি,— দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা ক্লান্ত। এর মধ্যে এই উদ্যম আমাদের ভরসা দেয় যে, সুন্দর ভাবনা আজও আছে।

সমাজের সবাইকে এ উদ্যোগের পাশে এসে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।