বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব অটিজম দিবস পালন

লেখক:
প্রকাশ: ২ years ago

ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন (বিএসসিএফ) ও বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে গত ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস পালন করা হয়।

বসুন্ধরা গ্রুপের পরিচালক এবং বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান অটিস্টিক শিশুদের মেধা বিকাশ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে প্রতিবছরই তাৎপর্যপূর্ণভাবে দিবসটি উদযাপন করেন। এরই ধারাবাহিকতায় এ বছরে তিনি বিএসসিএফ স্কুল পরিদর্শনে যান। সে সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএসসিএফ এবং বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মোহসিনুল করিম, বিএসসিএফের প্রধান শিক্ষিকা শায়লা শারমিন, বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ প্রায় ৩০০ জন অটিস্টিক শিশু, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাসহ অনেকে।

 

চেয়ারম্যান ইয়াশা সোবহান সুবিধাবঞ্চিত অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য তিলে তিলে গড়ে তুলেছেন এই বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। তার উদ্যোগেই বসুন্ধরা টিস্যুর প্রতিটি পণ্যের বিক্রয়লব্ধ অর্থের একটি নির্দিষ্ট অংশ অটিস্টিক শিশুদের স্কুলের উন্নয়নে ব্যয় করা হয়। তিনি এই দিনে বিএসসিএফের স্কুল পরিদর্শনে গিয়ে অটিজমগ্রস্ত বাচ্চাদের সাথে আন্তরিক সময় কাটান এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। তিনি এ সময় অটিস্টিক বাচ্চাদের জন্য সব রকম উন্নত চিকিৎসা ব্যবস্থা, জিমনেসিয়াম, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতসহ এই শিশুদের সকল আবদার পূরণ করার প্রতিশ্রুতি দেন।

ইয়াশা সোবহান বলেন, এই অটিস্টিক বাচ্চারা অনেক মেধাবী। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ওদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। সে লক্ষ্যে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন বাচ্চাদের ভোকেশনাল শিক্ষা, স্বাভাবিক জীবনযাপনের শিক্ষা, স্বাভাবিক কর্মজীবনের শিক্ষা, শারীরিক ও মানুষিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাচ্ছে।  ইতিমধ্যেই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে চার বিঘা জমির ওপর বিএসসিএফ-এর স্কুল নির্মাণের কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক নতুন কার্যক্রম শুরু করার পরিকল্পনা আছে। আমার প্রত্যাশা এই শিশুরা সঠিক শিক্ষা নিয়ে ভবিষ্যতে কর্মক্ষেত্রে যোগদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি অটিস্টিক বাচ্চাদের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে দেশের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএসসিএফ অভিভাবক সংগঠন থেকে ইয়াশা সোবহান এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। বিএসসিএফের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।