 
     ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। কেউ ভালোবাসায় মাতুক বা না মাতুক আজ ভালোবাসারও দিবস। দুই বিশেষ দিনকে উপলক্ষ করে সারা দেশ আজ মেতেছে উৎসবে। বাসন্তী ও লাল-গোলাপি পোশাকে সেই উৎসব হয়ে উঠেছে প্রণবন্ত। অনেকেই এই দিনটি প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে করছেন নানা আয়োজনও।
ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। কেউ ভালোবাসায় মাতুক বা না মাতুক আজ ভালোবাসারও দিবস। দুই বিশেষ দিনকে উপলক্ষ করে সারা দেশ আজ মেতেছে উৎসবে। বাসন্তী ও লাল-গোলাপি পোশাকে সেই উৎসব হয়ে উঠেছে প্রণবন্ত। অনেকেই এই দিনটি প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে করছেন নানা আয়োজনও।
তেমনি বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে এক হলেন দেশের একঝাঁক অভিনেত্রী। সে তালিকায় আছেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, শাবনাজ, বিজরি বরকতুল্লাহ, তানভীন সুইটি, দীপা খন্দকার, নাদিয়া আহমেদ, ফারজানা চুমকি, তাহমিনা সুলতানা মৌ।
নানা প্রজন্মে দেশের নাটক ও সিনেমাকে আলোকিত করে রাখা এই অভিনেত্রীরা গতকাল ১৩ ফেব্রুয়ারি এক ঘরোয়া আয়োজনে মেতেছিলেন। বাহারি রঙের পোশাকে তারা রঙিন হয়েছিলেন বসন্ত ও ভালোবাসার উৎসবে।
দিনভর আড্ডা ও মুখরোচক খাবার তো ছিলই, বাঙালিয়ানা ধরে রাখতে আয়োজনের অনুষঙ্গ হিসেবে ছিল মিষ্টি ও পান-সুপারিও।
গতকাল থেকেই সেই আয়োজন-উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন অভিনেত্রীরা। সেগুলো নজর কেড়েছে তাদের ভক্ত-অনুরাগীদের। একসঙ্গে এত তারকা অভিনেত্রীদের দেখে যেন তাদেরও আনন্দের উৎসব লেগেছে।
দীপা খন্দকার তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভালোবাসাময় বসন্তে....’
ফারজানা চুমকি তার পোস্টে অভিনেত্রী ডলি জহুরকে মিস করে লিখেছেন, ‘ভালোলাগা ভালোবাসাময় একটি দিন, সবাইকে ফাগুনের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ডলি আন্টিকে মিস করেছি।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com