বল হাতে দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের

:
: ৬ years ago

নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করছে ভারত।

১০ ওভারের খেলা শেষে ভারতের মেয়েদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪২ রান।

ভারত অধিনায়ক হারমানপ্রীত কাউর ১০ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা ভেদা কৃষ্ণামূর্তির সংগ্রহ ৩ রান।

বাংলাদেশের পক্ষে জাহানারা আলম দু’টি ও খাদিজা তুল কুবরা একটি উইকেট নিয়েছেন।

রোববার বাংলাদেশ সময় বেলা ১২টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১২ রান তোলার পর প্রথম উইকেট হারায় ভারত। তৃতীয় ওভারের প্রথম বলে উদ্বোধনী ব্যাটসম্যান স্মৃতি মানধানা রান আউট হয়ে গেলে ভাঙে জুটি।

এরপর ব্যাট করতে নামা দীপ্তি শর্মাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে দলীয় সংগ্রহে আরও ১৪ রান যোগ করেন মিতালি রাজ। দলীয় ২৬ রানে আবারও উইকেট হারায় ভারত। সপ্তম ওভারের চতুর্থ বলে দীপ্তিকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার জাহানারা।

খাদিজা তুল কুবরার করা পরের ওভারের প্রথম বলেই ফারজানার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মিতালি রাজ। এর মধ্যে দিয়ে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। দলীয় সগ্রহ তখন ২৮ রান।

এরপর দলীয় সংগ্রহে আর মাত্র ৪ রান যোগ করার পর জাহানারা আলমের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে ফিল্ডিংয়ে বাধা দিয়ে আউট হয়ে অনুজা পাতিল সাজঘরে ফিরে গেলে ভারতের চতুর্থ উইকেটের পতন হয়।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মেয়েদের কাছে হারলেও পরে চার ম্যাচে টানা জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেন সালমা-রুমানারা।

অন্যদিকে টুর্নামেন্টের প্রথম পর্বের নিজেদের পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নিয়ে ভারতও ফাইনাল নিশ্চিত করে। প্রথম পর্বে ভারতের মেয়েদের একমাত্র পরাজয়ের স্বাদটি দিয়েছিল বাংলাদেশের মেয়েরাই।

বাংলাদেশ নারী একাদশ: শারমিন সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নিগার সুলতানা, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), খাদিজা তুল কুবরা ও নাহিদা আক্তার।

ভারত নারী একাদশ: মিথিলা রাজ, স্মৃতি মানধানা, হারমানপ্রীত কাউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণামূর্তি, অনুজা পাতিল, ঝুলন গোস্বামি, তানিয়া ভাটিয়া, একতা বিশত, শিখা পান্ডে ও পুনম যাদব।