বলিউডের নকল করে ভালো ব্যবসা করছে দক্ষিণী সিনেমা: সালমান

লেখক:
প্রকাশ: ৩ years ago

বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় দক্ষিণী সিনেমার বক্স অফিস সাফল্যের কারণ নিয়ে কথা বলেছেন তিনি।

‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘হিরোইজম সব সময়ই সিনেমার সাফল্যের পেছনে কাজ করে। দর্শকদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের মধ্যে এর একটি যোগসাজশ রয়েছে। সেলিম-জাভেদ আমল থেকেই আমরা এই ফরম্যাটে সিনেমা তৈরি করি। কিন্তু তারা (দক্ষিণ ভারতীয় নির্মাতারা) এটিকে অন্য এক ধাপে নিয়ে গেছেন। সেখানে ভক্ত-অনুসারী অনেক এবং আমিও এখন চিরঞ্জীবীর একটি সিনেমায় অভিনয় করছি।’

এই অভিনেতার দাবি, বলিউডের সিনেমা নকল করে দক্ষিণে ভালো ব্যবসা করছে। সালমানের ভাষায়, ‘যদি দাবাং সিরিজের কথা ধরেন, পবন কল্যাণ এটি তেলেগু ভাষায় তৈরি করেছেন। ওয়ান্টেড সিনেমাও দক্ষিণ ভারতে ভালো ব্যবসা করেছে। এই ধরনের সিনেমা আমাদের আরো তৈরি করা উচিত। এখন আমরা কাভি ঈদ কাভি দিওয়ালি তৈরি করছি। এমন সময় আসবে এটিও তারা রিমেক করবে। দক্ষিণী চিত্রনাট্যকাররা খুবই পরিশ্রমী। তারা ‍সুন্দর গল্প নিয়ে সিনেমা তৈরি করে। তারা কম বাজেটের সিনেমা তৈরি করলেও দর্শক তা প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন। এখানে সবাই মনে করেন মুম্বাইয়ের কাফ প্যারেড থেকে আন্ধেরি পর্যন্তই ইন্ডিয়া। আমার মনে হয়, কাফ প্যারেড এবং আন্ধেরির পর থেকেই ইন্ডিয়া শুরু হয়। পূর্ব বান্দ্রার রেললাইনের পাশ থেকেই হিন্দুস্তান শুরু হয়। আমার সিনেমা তাদের জন্যও তৈরি হয়। সেগুলোতে ভালো বার্তাও থাকে। সিনেমা দেখার পর দর্শকের রক্তচাপ আরো বেড়ে যাওয়া উচিত।’

 

সালমানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। সালমান খান বলেন, ‘টাইগার থ্রি সিনেমার শুটিং শেষ করেছি। কিন্তু কাজ বাকি রয়েছে। শুধু ফাইনাল টাচ বাকি রয়েছে। এছাড়া টাইগার থ্রি সিনেমার সকল কাজ শেষ।’