রান পাননি শেষ তিন ম্যাচে। এর আগে বিপিএলে সাকিব আল হাসান যা করেছেন তা রীতিমত অবিশ্বাস্য।
পারফরম্যান্স আরও ক্ষুরধার। ব্যাটিংয়ে আগ্রাসন বাড়িয়ে হয়েছেন ভয়ঙ্কর। মাঠে নামলেই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ফেলার তীব্রতা দেখা যায়। ব্যাটে তার রানের ফোয়ারা। চার-ছক্কার বৃষ্টি গোটা মাঠজুড়ে। চোখ ধাঁধানো স্ট্রাইকরেট, উইকেটের চারিপাশে শট খেলার প্রবণতায় হয়েছেন অনন্য।
নামের পাশে ৮ ইনিংসে ৩১১ রান তো সেই কথাই বলছে। যেখানে ব্যাটিং গড় ৫১.৮৩। স্ট্রাইক রেট ১৮৫.১১। ৩৩ চারের সঙ্গে রয়েছে ১৬ ছক্কার মার যা স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে তুলছেন ঝড়, গড়ে দিচ্ছেন ব্যবধান।
কোচ নাজমুল আবেদিন ফাহিমের মতে ব্যাটিংয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাংলাদেশের শীর্ষ তারকা। মাশরাফি তাকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা দে ফাইন্ড দেয়ার ওয়ে। হি উইল কাম অ্যাজ অ্যা কিং অ্যান্ড পারফর্ম অ্যাজ অ্যা কিং।’
চারিদিকে যখন তাকে নিয়ে উচ্ছ্বাস তখন সাকিব জানালেন, বলার মতো কিছুই করেননি। অসামান্য এই পারফরম্যান্সেও ফরচুন বরিশালের অধিনায়ক খুশি নন। বরং শেষ তিন ম্যাচের ব্যর্থতা ঝেরে যেভাবে বিপিএল শুরু করেছিলেন সেভাবেই শেষ করতে চান।
ঢাকার কাছে ৫ উইকেটে অবিশ্বাস্য হারের পর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে সাকিব বলেছেন, ‘আসলে ওরকম… যতটা বলছেন আমার কাছে মনে হয় না এতোটাও ভালো অবস্থায় আছি। ভালো যাচ্ছিল। শেষ কয়েকটি ম্যাচে ওরকম ব্যাটিং করিনি। আশা করছি আবার যেন ভালো করে ব্যাটিংটা করতে পারি। যেভাবে ব্যাটিংটা শুরু করেছিলাম টুর্নামেন্টে, শেষ পর্যায়ে এসে যেন ওভাবে শেষ করতে পারি।’
ব্যাটিংয়ে স্টান্স পরিবর্তনে সাকিবের রান পেতে সুবিধা হচ্ছে বলার অপেক্ষা রাখে না। আগে স্টাম্প আড়াল করে উইকেট বরাবর দাঁড়াতেন। এখন একটু সরে গিয়ে স্টাম্প খুলে রেখে শট খেলার জন্য পর্যাপ্ত জায়গা রেখে দাঁড়াচ্ছেন। তাতে উইকেটের চারিপাশে শট খেলছেন নিমিষেই। যখন তখন শট খেলতে পারছেন। যে কাউকে উড়াতে পারছেন।
সাকিবের বিপিএল শুরু হয়েছিল ৬৭ রানের ঝকঝকে ইনিংসে। এরপর তার ইনিংসগুলো ছিল ৯, ৮১*, ৮৯* ও ৩০। শেষ তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৯, ২ ও ৫। যা বর্তমান ফর্মের সঙ্গে একদমই বেমানান মনে করেন এ ব্যাটসম্যান।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সও বাড়ছে। নিজেকে অনুপ্রাণিত করছেন কিভাবে জানতে চাইলে উত্তরটা দিয়েছেন সাদামাটা, ‘ভালো লাগে। উপভোগ করি।’
ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিয়ে সফল হলেও বোলিংয়ে বিবর্ণ। ৯ ম্যাচে উইকেট পেয়েছেন কেবল ৬টি। তাইতো যখন অনুশীলনে আসছেন কেবল বোলিংয়েই দিচ্ছেন সময়। নিজের বোলিং নিয়ে সাকিব বলেছেন, ‘অনুশীলন তো সব সময় করাই হয়। কোনো কিছু যদি মনে হয় একটু বেটার করা লাগবে সেগুলো তো ট্রেনিং করার চেষ্টা করি। কোনোটা কাজে আসে। কোনোটা কাজে আসে না। কিন্তু এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com