বর্ষসেরা অ্যাথলেটের তালিকায় নেই বোল্ট

লেখক:
প্রকাশ: ৭ years ago

আটবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি স্বর্ণজয়ী, এখনও ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডের মালিক উসাইন বোল্টের কি না নাম নেই বর্ষসেরা অ্যাথলেটের তালিকায়? শুনতে অবিশ্বাস্য ঠেকলেও এমনটাই হয়েছে। এর আগে ছয়বার জিতলেও এবার আইএএএফ বর্ষসেরা অ্যাথলেটের মনোনয়ন তালিকায় জায়গা পাননি জ্যামাইকান এই গতিতারকা।

২০১৭ সালের লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর স্প্রিন্টকে বিদায় বলেছেন বোল্ট। সারাজীবন প্রথম হওয়া এই গতিতারকা জীবনের শেষ স্প্রিন্টে হয়েছিলেন তৃতীয়! বর্ষসেরা অ্যাথলেটের তালিকায় জায়গা পাননি তার স্বদেশী স্প্রিন্ট তারকা জাস্টিন গ্যাটলিনও।

তবে অনুমিতভাবেই এই তালিকায় পুরুষ দৌড়বিদদের মধ্যে রয়েছেন ব্রিটেনের ১০ হাজার মিটার বিশ্ব চ্যাম্পিয়ন মো ফারাহ। জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ৪০০ মিটারজয়ী দৌড়বিদ ওয়েড ফন নিকার্কও।