রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আজ। আর এরইমধ্যে আসরের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের মেরে ধরেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দল ব্রাজিল। এ ব্যাপারে প্যারিস সেইন্ট জার্মেই তারকা নেইমার জানিয়েছেন, বর্তমান দলের ওপর ভক্তদের আগের মতো আস্থা ফিরেছে। আগামী বছর ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে নিজের সবটুকু উজার করে দেওয়ার কথা জানিয়েছেন ট্রান্সফারে রেকর্ড তৈরি করা এ তারকা।
আত্ববিশ্বাসী নেইমার বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় ব্রাজিলের এই দলটির প্রতি মানুষের সম্মান বেড়েছে। মানুষজন আমাদের ভিন্নভাবে দেখছে। ব্রাজিল আগের মতো তার সম্মান ও প্রশংসা কুড়াচ্ছে। বর্তমান দলটি ফুটবলকে উপভোগ করতে শিখেছে। দলের এমন পারফরম্যান্সে আমরাও খুশি। আমাদের দলের ও দেশের দৃষ্টিভঙ্গিও আগের চেয়ে বদলে গেছে। আগামী বিশ্বকাপের দিকে সবাই তাকিয়ে আছে এবং প্রত্যেকেই আনন্দিত।প্রসঙ্গত, ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে আসর থেকে পড়ে ব্রাজিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com