 
     একাকিত্ব ঘোচাতে ৮০ বছরের পাত্রীকে বিয়ে করেছেন শতবর্ষী পাত্র। পাত্র নাটোরের ১০৫ বছর বয়সী আহাদ আলী মণ্ডল ওরফে আদি। পাত্রী সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের অমেলা বেগম।
একাকিত্ব ঘোচাতে ৮০ বছরের পাত্রীকে বিয়ে করেছেন শতবর্ষী পাত্র। পাত্র নাটোরের ১০৫ বছর বয়সী আহাদ আলী মণ্ডল ওরফে আদি। পাত্রী সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের অমেলা বেগম।
বুধবার রাতে সদর উপজেলার পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
জানা যায়, শতবর্ষী আহাদ আলী মণ্ডল ওরফে আদি ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহরে নগদ ৬৫০ টাকা পরিশোধ করে এ বিয়ে করেন।
এ সময় স্থানীয়রাও বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। পরে তারা নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং মিষ্টি বিতরণ করেন।
পাত্র আদি জানান, তার চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন। এই নিঃসঙ্গতা কাটাতে একই গ্রামের অমেলা বেগমকে বিয়ে করেছেন। তিনি সবার কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া কামনা করেন।
অপরদিকে ৮০ বছরের পাত্রী অমেলা বেগমের দুই মেয়ে রয়েছে। তাদের বিয়ে হয়েছে। নাতি-নাতনিও রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com