অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে সৈয়দা রুবিনা আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ আসনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহে আলম দলীয় মনোনয়ন পেয়েছেন।
বরিশাল-২ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১১ জন। তাঁদের মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য রুবিনা আক্তার। রুবিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সাবেক জিএস এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. মোশারফ হোসেন রাজার স্ত্রী।
কয়েক মাস ধরে রুবিনা উজিরপুর ও বানারীপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ করার সময় বিভিন্ন সমাবেশে রুবিনা বলেন, যদি তিনি মনোনয়ন না পান, তবে নেত্রী যাঁকেই মনোনয়ন দেবেন তাঁর পক্ষে কাজ করবেন। তবে নিজের কথার বিপরীতে গিয়ে তিনি গতকাল মনোনয়নপত্র জমা দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com