বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আট জনকে বিবাদী করে মামলা করেছে ‘ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান ইন্টারনেট সার্ভিস প্রভাইডার। গত রোববার একটি আদালতে মামলাটি করেন ইউরোটেল বিডি’র জেনারেল ম্যানেজার (জিএম-অপারেশন) এনামুল হক।
সংশ্লিষ্ট আদালতের বিচারক কাজী কামরুল ইসলাম মামলাটি গ্রহণ করে পরবর্তীতে আদেশের অপেক্ষায় রেখেছেন।
মামলার বিবাদীরা হলেন- বিসিসি মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চিফ অ্যাসেসর, প্রশাসনিক কর্মকর্তা এবং জনসংযোগ কর্মকর্তা।
বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান মামলার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, ‘২০০৭ সালে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসএম জাকির হোসেন বিটিআরসি থেকে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের লাইসেন্স প্রাপ্ত হন। এরপর থেকে তিনি দক্ষিণাঞ্চলে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। এসএম জাকির হোসেন তার নিজ ভবনের ওপর টাওয়ার নির্মাণ করেন। কিন্তু চলতি বছর ৩০ সেপ্টেম্বর বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এক আদেশে বিনা অনুমতিতে টাওয়ার নির্মাণে কেন জরিমানা বা ক্ষতিপূরণ আদায় করা হবে তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।
এসএম জাকির হোসেন ওই আদেশ পেয়ে গত ২ অক্টোবর লিখিত ব্যাখ্যা দেন। স্মারকাদেশের জবাবে গত ৩ অক্টোবর এস.এম জাকির হোসেন পক্ষে আমমোক্তার প্রতিষ্ঠানের জিএম (অপারেশন) এনামুল হককে সিটি কর্পোরেশনে ডেকে নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকাদেশ কার্যকর করার নির্দেশ দেন। এ ঘটনায় রোববার (০৬ অক্টোবর) তিনি আদালতে মামলা করলে বিচারক ওই নির্দেশ দেন।