বরিশাল সিটি মেয়রের সাথে পৌর মেয়রদের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ২ years ago

মহান স্বাধীনতা দিবস-২০২২ উপলক্ষে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র সাথে মতবিনিময় সভা করেছেন বিভাগের সকল পৌরসভার মেয়র।

সোমবার বিকেলে নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এই সভা অনুষ্ঠিত হয। সভায় পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, মোঃ শফিকউজ্জামান রুবেল, মোঃ জিয়াউল হক জুয়েল, এমদাদুল ইসলাম তুহিন, গোলাম কবির, মতিউর রহমান, আনোয়ার হাওলাদার, বিপুল চন্দ্র হাওলাদার, এ.বি.এম. গোলাম কবির, কামাল উদ্দিন খান, মোঃ আঃ হাই হাওলাদার, সুভাষ চন্দ্র শীল, মোঃ আনোয়ার হোসেন আকন, আহসানুল হক তুহিন এবং প্যানেল মেয়র আঃ ওয়াহেদ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় মেয়র সাদিক আবদুল্লাহ পৌর মেয়রদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে জনগণের সেবক হিসেবে কাজ করার আহবান জানান। আওয়ামী নেতৃত্ব, নৌকা ও প্রধানমন্ত্রীকে সম্মানীত করার জন্য সকলকে জনসেবায় আত্মনিয়োগ করার জন্য পৌর মেয়রদের পরামর্শ দেন মেয়র সাদিক।