সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।
শনিবার (২৩ জুন) দুপুরে বরিশাল নগরের ফকিরবাড়ি রোডস্থ বাসদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এসময় লিখিত বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, আমরা চলমান লুটপাট, দুর্নীতি, কালোটাকা ও পেশি শক্তির দুর্বৃত্তায়নের রাজনীতির বৃত্ত ভেঙ্গে জনগনের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রাম করছি। এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহন করছি আমরা। এই নির্বাচনের অংশগ্রহনের মধ্যে দিয়ে আমরা প্রচলিত কালোটাকা, পেশিশক্তির নির্বাচনী ধারণার বিপরীতে গনমানুষের অংশগ্রহনের নির্বাচনী সংস্কৃতি নির্মান করতে চাই। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসে নির্বাচনে অংশগ্রহনের ঘোষনার সময়ই আমরা বলেছিলাম লুটপাটের বিপরীতে নগরের উন্নয়নের জন্য নগরবাসীর পক্ষে যদি নির্বাচন করতে হয় তাহলে নির্বাচনের খরচও অবশ্যই নগরবাসীকেই বহন করতে হবে
।ডাঃ মনীষা বলেন, নির্বাচনের আগে অনেক প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেন। আবার নির্বাচিত হবার পর শতগুন টাকা লুটপাট করে। তাদের কাছে নির্বাচন হলো ব্যবসা আর সিটি কর্পোরেশন হলো ব্যবসায়ীক প্রতিষ্ঠান। কিন্তু সকলের মনে রাখতে হবে সিটি কর্পোরেশন ব্যবসায়ীক স্থল নয়। এটা জনগনের সেবার স্থান। আমাদের কাছে নির্বাচন একটি দায়বদ্ধতা আমাদের টার্গেট নির্বাচিত হলে জনগনের সুযোগ সুবিধা নিশ্চিত করা ও দুর্দশা ও দুর্ভোগ লাঘব করা।
কর্পোরেশনের যেটা মূল কাজ সেটাই আমরা করব । সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করার মত হীণচিন্তা আমাদের নেই।মেয়র প্রার্থী মনীষা আরো বলেন, নির্বাচনী ব্যয় বহনের জন্য আমরা মাটির ব্যাংক, প্রকাশনা বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করি। আমরা বিভিন্ন রিকশা গ্যারেজ, হোটেল, বাসা বাড়িতে গিয়ে নির্বাচনী অর্থ সংগ্রহের জন্য শতাধিক মাটির তৈরী ব্যাংক সরবরাহ করি। বিষয়টি বরিশালবাসীর কাছে নতুন মনে হলেও এই মাধ্যমেই আমরা লক্ষাধিক টাকা উত্তোলন করেছি।আমরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আর্থিকসহ সকল ক্ষেত্রে সম্পূর্ন জনগনের উপর নির্ভর করে কালোটাকার বিপরীতে গনমানুষের নির্বাচনী সংস্কৃতি নির্মান করার চেষ্টা করছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com