বরিশাল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করা জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ইকবাল হোসেন তাপস ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী (সতন্ত্র) বসির আহমেদ ঝুনুর মনোনয়ন পত্র প্রার্থমিক পর্যায়ে বাতিল করেছে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মজিবুর রহমান।
আজ রোববার বেলা ১২টায় বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীদের কাগজ-পত্র যাচাই-বাছাই কালে জাতীয় পাটির মনোনিত প্রার্থী ইকবাল হোসেন তাপসের দাখিল করা মনোনয়ন পত্র ঋন খেলাপীর অভিযোগ এনে তার মনোনয়ন পত্র প্রার্থমিক পর্যায়ে বাতিল করা হয়েছে।
এছাড়া জাতীয় পাটি বরিশাল সদর উপজেলা সভাপতি নির্বাচনের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী বসির আহমেদ ঝুনুর দাখিল করা মনোয়ন পত্রে তার সমর্থনকারীর স্বাক্ষর জাল থাকার অভিযোগে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে রিটার্নিং অফিসার মোঃ মজিবুর রহমান জানা।
উল্লেখ্য গত ২৭ ও ২৮ই জুন বরিশাল নগরীর নথুল্লাবাদ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আগামী ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার জন্য ধানের শীষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, নৌকার মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,জাতীয় পার্টি (এরসাদ) মনেনিত প্রার্থী ইকবাল হোসেন তাপস,বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী বসির আহমেদ ঝুনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) বরিশাল সভাপতি এ্যাড. একে আজাদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বাংলাদেশ ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের মনোনিত প্রার্থী মাওঃ ওবায়দুর রহমান মাহাবুব, খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী একেএম মাহাবুব আলম তাদের মনোনয়ন পত্র দাখির করেছিলেন।
নির্বাচন অফিস থেকে মেয়র পদের নয়টি ফরম নেয়া হলেও মনোনয়ন পত্র দাখিলের শেষদিন পর্যন্ত আটটি মনোনয়ন পত্র জমা পড়েছে। আগামীকাল দ্বীতিয় দিনের যাচাই-বাছাই হবে সাধারন কাউন্সিলর প্রার্থীদের এবারের সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ১শত ১৪জন প্রার্থী ৩০টি ওয়ার্ড থেকে নির্বাচন করার জন্য তাদের মনোনয়ন পত্র নির্বাচন কার্যালয়ে দাখিল করেন।
এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২লক্ষ ৪১ হাজার ৯শত ৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ২১ হাজার ৩শত ৩২ জন ও ১ লক্ষ ২০ হাজার ৬ শত ২৭ জন মহিলা ভোটার রয়েছে।