বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বুধবার বিকেল পর্যন্ত ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আটজন।
একই সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করা ১৩৯ জনের মধ্যে ৩০ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪৩ জনের মধ্যে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার বিকেলে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন পাঁচ মেয়র প্রার্থী।
তারা হলেন- জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী জেলার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস, একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বশির আহমেদ ঝুনু, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি একে আজাদ, সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়েদুর রহমান মাহবুব।
আগামীকাল বৃহস্পতিবার বিএনপি ও আওয়ামী লীগসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল (২৮ জুন) পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।
উল্লেখ্য, গত ৩১ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামী ২৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ১০ জুলাই দেয়া হবে প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণ হবে ৩০ জুলাই।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং নারী ১ ভোটার লাখ ২০ হাজার ৬২৭ জন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com