বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

:
: ১ বছর আগে

বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে ৩০টি সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হলেন—

১নং ওয়ার্ডে আউয়াল মোল্লা, ২নং ওয়ার্ডে মুন্না হাওলাদার, ৩নং ওয়ার্ডে সৈয়দ আবিদ, ৪নং ওয়ার্ডে ইউনুস মিঞা, ৫নং ওয়ার্ডে কেফায়েত হোসেন রনি, ৬নং ওয়ার্ডে জামাল হোসেন, ৭নং ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ডে সেলিম হাওলাদার, ৯নং ওয়ার্ডে হুমায়ন কবির লিঙ্কু, ১০নং ওয়ার্ডে জয়নাল আবেদিন, ১১নং ওয়ার্ডে মজিবর রহমান, ১২নং ওয়ার্ডে আনোয়ার হোসেন রয়েল, ১৩নং ওয়ার্ডে মেহেদি পারভেজ খান আবির, ১৪নং ওয়ার্ডে শাকিল আহমেদ পলাশ, ১৫নং ওয়ার্ডে সামজিদুল কবির বাবু, ১৬নং ওয়ার্ডে সাহিন সিকদার, ১৭নং ওয়ার্ডে আক্তরুজ্জান হিরু, ১৮নং ওয়ার্ডে জিয়াউল হক মাসুম, ১৯নং ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০নং ওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব, ২১নং ওয়ার্ডে সাঈদ আহমেদ মান্না, ২২নং ওয়ার্ডে আনিসুর রহমান, ২৩নং ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ডে ফিরোজ আহমেদ, ২৫নং ওয়ার্ডে সুলতান মাহামুদ, ২৬নং ওয়ার্ডে হুমায়ন কবির, ২৭নং ওয়ার্ডে মনির তালুকদার, ২৮নং ওয়ার্ডে হুমায়ন কবির, ২৯নং ওয়ার্ডে ইমরান মোল্লা ও ৩০নং ওয়ার্ডে খায়রুল শাহিন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন— ১, ২, ৩নং ওয়ার্ডে ডালিয়া পারভিন; ৪, ৫, ৬নং ওয়ার্ডে আলম তাজ; ৭, ৮, ৯ওয়ার্ডে কোহিনূর বেগম; ১০, ১১, ১২ আয়েশা তৌহিদ লুনা; ১৩, ১৪, ১৫ ওয়ার্ডে ইসরাত জাহান লাভলি; ১৬, ১৭, ১৮ ওয়ার্ডে মজিদা বোরহান; ১৯, ২০, ২১নং ওয়ার্ডে শিলা আক্তার; ২২, ২৩, ২৭ ওয়ার্ডে রেশমি বেগম; ২৪, ২৫, ২৬ ওয়ার্ডে সেলিনা আক্তার ও ২৮, ২৯, ৩০নং ওয়ার্ডে রাশিদা পারভিন।

এবারে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়াই করেন ১১৬ জন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী।

মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।