বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সরাসরি হস্তক্ষেপে বরিশালের জেলখাল হত্যা চেষ্ঠা ব্যর্থ হয়ে গেছে।
খাল ভরাটের খবর পেয়ে সোমবার সন্ধ্যায় মেয়র সাদিক আবদুল্লাহ নগরীর জেলে বাড়ি পুল সংলগ্ন খাল পাড়ে যান
তিনি সেখানে গিয়ে জেলে বাড়ি পুল সংলগ্ন খালের বৃহৎ অংশ ভরাট হতে দেখে বিস্ময় প্রকাশ করেন।
এসময় খাল ভরাটকারীদের বিরুদ্ধে মেয়র তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিলে ভরাটকারীদের পক্ষ থেকে রাত পর্যন্ত সময় প্রার্থনা করে বলা হয় রাতের মধ্যে তারা ভরাট খাল পুনরায় চালুর ব্যবস্থা করে দিবেন।
সার্বিক বিবেচনায় মেয়র রাত পর্যন্ত তাদের সময় দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্রমতে, নগরীর সুলতানী বিড়ির জবান আলী খাঁ-এর পুত্ররা একটি বহুতল ভবন নির্মান কাজ সম্প্রতি শুরু করেছেন।
সেই ভবন নির্মানের পাইলিং কাজের কাদাযুক্ত পানি পাইপের মাধ্যমে জেলে বাড়ি পুল সংলগ্ন জেল খালে ফেলা হয়। ধীরে ধীরে সেখানে পলি জমে খাল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি টের পেলেও কিছু করার সাহস পায়নি।
পরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিষয়টি জানতে পেরে গতকাল সন্ধ্যায় ওই স্থানে যান। তার হস্তক্ষেপে রক্ষা পায় জেল খালটি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com