বিসিসি’র জনবল অধিক থাকায় প্রতিমাসের বেতন প্রধানে বৃহৎ অংকের রাজস্ব ব্যয় হয়ে আসলেও কর্তব্যবরতদের কর্মঅবহেলা আর স্বেচ্ছাচারিতায় নাগরিকরা তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাই এবার ডিজিটাল পদ্ধতিতে বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ শ্রমিকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র উদ্যোগে বায়োমেট্রিক সেন্সর সিস্টেম মেশিন স্থাপন করা হয়েছে।
এতেকরে কর্তব্যরতদের উপস্থিতি ও প্রস্থানের সঠিক সময় নির্ধারনে ডিজিটালভাবে অন্তর্ভুক্ত হওয়ায় কর্মচারী এবং বিলম্ব করে নির্ধারিত অফিস সময় ফাঁকি দেওয়ার আর কোন সুযোগ থাকলো না।
বিসিসি সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি সিটি কর্পোরেশনের তিনটি তলায় প্রতি তলায় দুটি করে মোট ছয়টি বায়োমেট্রিক সেন্সর স্থাপন করা হয়েছে। এতে করে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উপস্থিতি এবং প্রস্থানের ডাটা বেইজ সংরক্ষণ করা হচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com