বরিশাল সিটি কর্পোরেশনের অভিযানে অবৈধ সেচের জন্য ব্যবহৃত মটর চালানোর অপরাধে ১৯টি মটর জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ৩ নং ওয়ার্ডস্হ কাউনিয়া হাউসিং এলাকায় অভিযান চালিয়ে এ মটর জব্দ করা হয়।
জানা গেছে, বিসিসি পানি সরবরাহ শাখার নির্বাহি প্রকৌশলী হুমায়ূন কবিরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে এসে বিসিসির পানি সররবরাহের সংযোগের সাথে অবৈধ মটর বসিয়ে পানি উত্তোলনের করা হচ্ছে। এ সময় ১৯ টি মটর জব্দ করা হয়। এবং পরবর্তিতে এদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করে জরিমানা করা বলে জানান বিসিসি কর্মকর্তারা।
বিসিসি পানি সরবরাহ শাখার নির্বাহি প্রকৌশলী হুমায়ূন কবির বলেন, মেয়র মহোদয় বেশ কিছু দিনে আগে অবৈধ মটরের ব্যপারে হুঁসিয়ারি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে মটর জব্দ করা হবে। পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com