এ শহর আমার, আর বরিশালবাসী আমার পরিবার। সব কাজে সবার সমন্বয়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের কাজ। প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবশ্যই সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ই সব উন্নয়ন সম্ভব।
বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে রোববার (১২ এপ্রিল) নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত রমজান ও আসন্ন ঈদুল ফিতরের আইন শৃঙ্খলা, যানবাহনের শৃঙ্খলা, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক এক মতবিনিময় সভায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এ আলোচনা সভার মূল উদ্দেশ্য হলো- জন দুর্ভোগ লাঘবে সমস্যাগুলো চিহ্নিত করে এর সঠিক পদক্ষেপ গ্রহণ করা। আর তাহলেই আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারবো, আর এটাই আমাদের লক্ষ্য। পাশাপাশি নগরবাসীকেও সচেতন হয়ে তার পাশে থেকে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে আলোচনার শুরুতেই আলোচকরা নগরের অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ও প্রাকৃতিক দুর্যোগ ফণী মোকাবেলায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com