বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে সাংস্কৃতিজন নিখিল সেনের শোকসভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের প্রয়াণে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে গতকাল শুক্রবার ২২ মার্চ বিকেলে ৫ টায় নগরীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে একুশে পদকপ্রাপ্ত বরিশালের বিশিষ্ট গুণীজন সর্বজন শ্রদ্ধেয় নিখিল সেন এর নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে শোকসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আমির হোসেন আমু এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, সাদিক আবদুল্লাহ।

শোকসভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, সংস্কৃতিজন, শাহান আরা বেগম। বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি, তালুকদার মোঃ ইউনুস, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ খায়রুল আলম, পুলিশ সুপার, মোঃ সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবেন্দ্র বটব্যাল, সৈয়দ দুলাল, বিসিসির সকল কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-গত ২৫ ফেব্রুয়ারি বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে নিখিল সেন পরলোকগমন করেন।