বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান টিপুর দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র হানা দিয়ে নগদ ১৭ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
শনিবার (০৬ মে) গভীর রাতে যে কোন এক সময়ে সোনালী আইসক্রিমের মোড় এলাকায় কার্যালয়টিতে এই চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাউন্সিলর হাবিবুর রহমান টিপু জানিয়েছেন- শনিবার রাতে কাজ শেষে সাড়ে ৮টার দিকে কার্যালয়টি বন্ধ করে বাসায় যান। রোববার সকাল ৯টার দিকে সচিব এসে দেখতে পেয়েছেন কার্যালয়ের পেছনের জানালা ভাঙা।
পরবর্তীতে ভেতরে প্রবেশ করে দেখা গেছে সকল টেবিলের ড্রয়ারের তালা ভাঙা ও কাগজপত্র এলোমেলো। তাছাড়া ওয়ার্ডের নারীদের জন্য বরাদ্দ বয়স্কভাতার ১৭ হাজার টাকা নেই।
বিএনপি নেতা কাউন্সিলর হাবিবুর টিপুর দাবি- সামনে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কোন একটি মহল তাকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে এই কর্মকান্ড ঘটিয়েছে। এই ঘটনায় তিনি একটি মামলা প্রস্তুতিও নিয়েছেন বলে জানিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন জানিয়েছেন- খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com