বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরিভিত্তিক ৩৪০ কর্মীর বেতন বৃদ্ধি

:
: ৫ years ago
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নগর ভবনে দৈনিক মজুরিভিত্তিক ৩৪০ জন কর্মীর বেতন বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের জনংসযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বিষয়টি নিশ্চিত করেন।

এ কর্মকর্তা জানান, এবারে একযোগে বিসিসি নগর ভবনে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক ৩৪০ কর্মচারীর বেতন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কর্মচারীদের মাঝে কর্মচাঞ্চল্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বেলায়েত হাসান আরও জানান, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগর ভবনের দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।

এর আগেও তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে নগরজুড়ে নিয়োজিত বিসিসি’র দৈনিক মজুরীভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের মাসিক বেতন ৭ হাজার ৫শ’ থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করেন। আগে এ কর্মীদের কোনো বোনাসও দেওয়া হতো না। কিন্তু মেয়র গত ঈদ থেকে তাদের বোনাস দেওয়ার প্রচলন করেন। এরই ধারাবাহিকতায় আসন্ন দূর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বী কর্মীরাও বোনাস পাবেন বলে জানান তিনি।