বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৪টি গুরুত্বপূর্ন পদে গতকাল বুধবার রদবদল করা হয়েছে। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল হাসান সাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল ঘটানো হয়েছে। আদেশ অনুযায়ী সিটি কর্পোরেশনের কর ধার্য্য শাখার কর নির্ধারক বেলায়েত হাসান বাবলুকে জনসংযোগ কর্মকর্তা (অন্তরবর্তিকালীন দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করা আহসান উদ্দিন রোমেলকে প্রশানিক শাখায় সংযুক্ত করা হয়েছে। এছাড়া কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেনকে সম্পত্তি কর্মকর্তা পদে এবং সম্পত্তি কর্মকর্তা মাহবুবর রহমান সাকিলকে কর নির্ধারক হিসেবে বদলি করা হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া বেলায়েত হাসান বাবলু এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের কাজের স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহন করেছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com