সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের পানি শোধনাগার থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তামার তার ঝালকাঠি থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওই তার উদ্ধার করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ইউপি সদস্য রিনা বেগমের বাড়ির (হাওলাদার বাড়ি) পুকুর থেকে ওই তার উদ্ধার করা হয়।
তবে তার চুরির সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। বরিশালের এই তার কীভাবে ঝালকাঠির নলছিটির পুকুরে আসলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, বরিশাল নগরীর রুপাতলীর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের তামার তার সম্প্রতি চুরি হয়ে যায়। ওই ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখার সহকারী তত্ত্বাবধায়ক (চ.দা.) সোহরাব হোসেন বাদী হয়ে গত ১৭ জুলাই একটি মামলা দায়ের করেন। মামলায় পানি শোধনাগারের নিরাপত্তাকর্মী আমিরুল ইসলামকে আসামি করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com