বরিশাল শহরের সাউথ বাংলা মানি চেঞ্জারের মালিক আব্দুল জব্বারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে তাকে শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসা থেকে আটক করা হয়।
আটক আব্দুল জব্বার শহরের সাগরদী এলাকার বাসিন্দা হাজী আব্দুল অহেদ মিয়ার ছেলে। তবে তিনি শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় বসবাস করেন।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন জানিয়েছেন- রাজধানী ঢাকার আদালতে আব্দুল জব্বারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ওই মামলাটিতে তার বিরুদ্ধে চলতি বছরের ৯ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তিনি পলাতক ছিলেন। পরোয়ানা হাতে পেয়ে শুক্রবার তাকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে আব্দুল জব্বার গ্রামের বাড়ি সাগরদী এলাকার অসহায় মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। সেই টাকা দিয়ে বরিশাল শহরের কাকলির মোড় এলাকায় সাউথ বাংলা মানি চেঞ্জার করেছেন। যে কারণে তার গ্রেপ্তারের বিষয়টি এলাকার অনেকেই স্বস্তি দিয়েছে। এমতাবস্থায় তার শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com