বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র নিন্দা

লেখক:
প্রকাশ: ৩ years ago

প্রেস বিজ্ঞপ্তি: বরিশালের দৈনিক দখিনের সময়ের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক আরিফ হোসেন।

৩ অক্টোবর এক বিবৃতিতে এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এফাড়াও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের এর উপর হামলার ঘটনায় আগামি ৫ অক্টোবর সকাল ১১টায় বরিশাল টাউনহল চত্ত¡রে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বরিশাল আসছেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় সাংবাদিক নেতাদের একটি টিম।

উক্ত সমাবেশে সকল সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন।