আজ ১২ মার্চ শুক্রবার বিকাল ৩ টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল সদর উপজেলা কমান্ড এর আয়োজনে আমানগঞ্জ বরিশালে বরিশাল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তর ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মোঃ আমিনুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা মোঃ মোশারেফ হোসেন, সাবেক জেলা কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী এলজিইড বরিশাল শরীফ মোঃ জামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও নৌকমান্ডো আবুল বাশার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগরের শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা বরিশাল সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন পরে সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে, নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে মহানগরীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মোঃ আমিনুল ইসলাম খান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com