বরিশাল সদর উপজেলা বিএনপির পৃথকভাবে কর্মসূচি পালন

লেখক:
প্রকাশ: ২ years ago

কেন্দ্র ঘোষিত ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে গতকাল পৃথকভাবে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি পালন করে বরিশাল সদর উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপ। চরবাড়ীয়া বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু সকাল ১১ টায় দলের অসংখ্য নেতাকর্মী নিয়ে অবস্থান নেন নগরীর সদর হাসপাতালের সামনে।সকাল ১১ঃ৩০ মিনিটে হাসপাতাল রোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন।এ সময় মিছিলে অংশ নেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু

ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।জিয়াউল ইসলাম সাবু জানান, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত থাকায় তারা পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন।

অপরদিকে, বিতর্কিত উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আমিনের নেতৃত্বে বরিশাল প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠনের আরেকটি অংশ।

উল্লেখ্য, গত বছর ১৬ সেপ্টেম্বর বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা করলে অর্থ বানিজ্যের অভিযোগ তুলে কমিটি বয়কট করেন দলের বড় একটি অংশ এবং তৎকালীন জেলা কমিটির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন।এর কিছুদিন পরেই তৎকালীন জেলা কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষনা করে কেন্দ্র। নতুন কমিটির সভাপতি সাবেক সাংসদ সদস্য আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।