বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল (রাসেল মুন্সি) সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে।
বুধবার রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বরিশালে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের নামের তালিকায় যে নামটি বরিশাল সদর উপজেলার প্রতিটি ছাত্রলীগ কর্মীকে ভাবিয়ে তুলেছে সেই নামটি বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল (রাসেল মুন্সি)। তালিকায় আরও উল্লেখ করা হয়েছে, রাসেল’র বাড়ি কাউনিয়া এলাকায়। তার বাবার নাম মৃত গনি মুন্সি। এছাড়া আরও উল্লেখ আছে তার বোন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। রাসেল ছাত্রলীগের সভাপতি হওয়ার পূর্বে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিল।
এদিকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার আওতাধীন উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অনুপ্রবেশকারীদের নাম তালিকায় প্রকাশ পেয়েছে। সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে বিভিন্ন পর্যায়ের কমিটিতে যাতে বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা স্থান করে নিতে না পারে, সেজন্য এসব ব্যক্তিদের একটি তালিকা করেছে আওয়ামী লীগ। তালিকায় থাকা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে দলটির বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক রাসেলকে সদর উপজেলা ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের দায়িত্বশীল নেতারা।