বরিশাল সদর উপজেলা এসি ল্যান্ড কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ১৫ মার্চ দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিক্তিতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ আমীনুল ইসলাম এর নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কাউনিয়া ১ম গলির হাওলাদার বাড়িতে আলমগীর হাওলাদার এর কণ্যা আফিফা ইসলাম মারিয়া তার জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ২৮/০২/২০০২ তারিখ। মারিয় এবার এসএসসি পরিক্ষা দিয়েছে। ইতমধ্যে তার পরিবার তাকে বিবাহ দিচ্ছে এমন বাল্যবিবাহের তথ্য পেয়ে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ আমীনুল ইসলাম।

তিনি ঘটনা স্থানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভাবে বাল্যবিবাহের কার্যক্রম বন্ধ করে দেয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অপ্রাপ্ত বয়স্ক কণ্যার বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় কণ্যার পিতা আলমগীর হাওলাদারকে ত্রিশ (৩০০০০) হাজার টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। এসময় আইনশৃঙ্খলা কার্যক্রমে সহযোগিতা করেন কাউনিয়া থানার, এস আই সেলিমসহ পুলিশর সদস্যরা। এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট মর্তুজা আবেদিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।