বরিশাল সদরে নৌকার মাঝি হতে চায় তৃণমূলের পছন্দের প্রার্থী এসএম জাকির হোসেন

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলা নিয়ে বরিশাল-৫ আসন। এ আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের অভিভাবক হিসেবে পরিচিত আবুল হাসনাত আব্দুল্লাহ’র নেতৃত্বে বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত লাভ করেছে এ আসনটি।

বরাবরই আওয়ামী লীগের ‘নিজস্ব ঘাঁটি’ হিসেবে পরিচিত। যখন যে প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন, তিনিই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। যে কারণে এ আসনে মনোনয়ন পেতে স্বভাবতই আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শওকত হোসেন হিরন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে আওয়ামী লীগ জয় লাভ করেন। ওই নির্বাচনে কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম সংসদ সদস্য নির্বাচিত হন। ও

এ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ০৯ জন সম্ভাব্য প্রার্থী বর্তমানে মাঠপর্যায়ে গণসংযোগসহ বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি এবারও মনোনায়ন চাইবেন বলে আভাস পাওয়া গেছে। এছাড়া বরিশাল-৫ আসনের সাবেক সাংসদ ও সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেনের সহধর্মিণী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, শহীদ আব্দুর রব সেরনিয়বাত, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য এসএম জাকির হোসেন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সালাহউদ্দিন রিপন ও আরিফিন মোল্লা প্রমুখ।

ইতিমধ্যে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এসএম জাকির হোসেন তৃণমূলের নেতাকর্মীদের নজর কেড়েছেন। দানবীর এই ব্যবসায়ী বেসরকারি খাতে কর্মসংস্থান ও দুর্দিনে মানুষের পাশে থেকে যথেষ্ট সাড়া ফেলেছেন। মাঠপর্যায়ে তার প্রায় প্রতিটি কর্মসূচিতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। কথাবার্তা ও আচার-আচরণে বিনম্র স্বভাবের কারনে তার প্রতি সাধারণ মানুষের বাড়তি মনোযোগ জোগায়।

বরিশাল-৫ আসনের সাবেক সাংসদ ও মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুর পরে নেতৃত্বহীন হয়ে পরে বরিশাল ৫-আসনের নেতাকর্মীরা। তবে নেতৃত্বহীনতার অভাব পূরণে গত নির্বাচনে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকার প্রার্থীর বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেন । কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে কোনঠাসায় হয়ে পরেন এই আসনের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

এসব নেতাকর্মী সহ সাধারন মানুষের ভরসার জায়গা তৈরি করে নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এসএম জাকির হোসেন। বিভিন্ন ইউনিয়নে তার উঠান বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একই ভাষ্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী ক্লিন ইমেজের তরুণ নেতৃত্ব পছন্দ করেন। বর্তমান তরুণ প্রজন্মই পারবে এই দেশের ভবিষ্যতকে উজ্জ্বল করতে। তরুণরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে। তাই এ সময় প্রয়োজন তরুণ নেতৃত্ব। তরুণদের প্রচেষ্টা ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই এসএম জাকির হোসেনকে যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন দেয় তাহলে বরিশাল সদর-৫ আসনে উন্নয়নের জোয়ার হবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।

এস এম জাকির হোসেন বলেন,’বরিশালসহ সারাদেশে ব্যপক উন্নয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সরকারের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আমি বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী। আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহর নির্দেশে এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পরামর্শে আমি মাঠে নেমেছি। আমি সুযোগ পেলে বরিশালের সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে বরিশালের উন্নয়নে কাজ করবো ইনশআল্লাহ।’