বরিশালে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বুধবার (১৮ আগস্ট) রাতে সংঘর্ষের সময় গুলিতে পায়ের আঙুল হারানো এক আনসার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৯টায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ঢামেক হাসপাতালে আনা হয়। ওই আনসার সদস্যের নাম ফারুক হোসেন গাজী (৩২)। সংঘর্ষের সময় তিনি ইউএনওর বাসভবনে ডিউটিতে ছিলেন।
আহত ফারুক হোসেন গাজী বলেন, প্রতিদিনের মতো আমি ও আলামিন নামে আমার আরেক সহকর্মী ইউএনওর বাসভবনে ডিউটি করছিলাম। বুধবার রাতে ইউএনওর বাসার সামনে পোস্টার ছিঁড়তে আসে কিছু মানুষ। এটা নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে তারা ৫০-৬০ জন ইউএনওর বাসার গেট খুলে ঢুকে পড়ে। পরে সংঘর্ষের এক পর্যায়ে আমরা গুলি ছুড়তে বাধ্য হই।
তিনি বলেন, বুধবার রাত ১০টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত সাড়ে ১২টায় গুলি লাগে আমার পায়ে। আমার পায়ে তখন জুতা ছিল। আমাকে দ্রুত বরিশাল পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, আমার পায়ের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বরিশাল পুলিশ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বরিশালে সংঘর্ষের ঘটনায় গুলিতে আঙুল বিচ্ছিন্ন হওয়া আনসার সদস্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আছেন। তিনি বরগুনা জেলার আমতলী থানার আলতাফ গাজীর ছেলে।