বরিশাল শেরেবাংলা মেডিকেলের ২১৫ কর্মচারী কাজ করতে পারবেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ নিয়ে সরকার পক্ষের দায়ের করা আপিল খারিজ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বিতর্কিত পদ্ধতিতে নিয়োগ দেওয়া ২১৫ কর্মচারীর হাসপাতালে কাজে যোগদানে আর কোনো বাধা নেই।

গতকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইন, বিচারপতি মাহমুদ ইমান আলী, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকুর ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকার পক্ষের আপিল (সিভিল পিটিশন নম্বর ২৪৫৮/২০১৭) খারিজ করে দেয়। বেলা ১২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্ধারিত ওয়েবসাইটে সিভিল পিটিশনটির ফলাফল প্রকাশ করা হয়েছে।

পরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আবদুল কাদির জানান, গতকাল দুপুরে উচ্চ আদালতের একটি কাগজ তিনি পেয়েছেন। সেটা কেউ তাকে হাতে হাতে দিয়েছেন। যেহেতু কর্মচারীদের নিয়োগ স্থগিত করেছে মন্ত্রণালয়, সেহেতু উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের মতামত চাওয়া হবে। মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিয়োগ হওয়া কর্মচারীরা কাজ শুরু করলে হাসপাতালের জনবল সংকট কিছুটা হলেও ঘুচবে।