বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ৮ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই সফল অভিযান চালিয়েছেন বরিশাল র্যাবের সিনিয়র সহকারি পরিচালক মো. হাসান আলী।
আটকদের বরিশাল জেলা প্রশাসনের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে তুলে প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- তাবিয়া ইসলাম (২৫), মোসা. সাবিনা (৩০), খোকন হোসেন (৪৫), মো. ফয়সাল হোসেন মো. আল আমিন (২০), মো. আরিফ হোসেন (২৫), জনি দাস (২৮), মো. রাজিব হোসেন (২০)।
বরিশাল র্যাবের সিনিয়র সহকারি পরিচালক মো. হাসান আলী জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের প্রত্যেককে দুইশত টাকা করে জরিমনা করে মুক্তি দেওয়া হয়।
পাশাপাশি এই পেশা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করিয়ে তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com