বরিশাল শেবাচিম হাসপাতালে ২ নারী দালালকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে দালালদের দৌরাত্ম্য বন্ধে ও বাজার নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার রাতে বরিশাল জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
মিডিয়া সেল থেকে জানানো হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে দালালদের দৌরাত্ম্য বন্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও লাকী দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে দন্ডবিধি ১৮৬০ অনুসারে ‍এক নারীকে ০২মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্যতালিকা না থাকা,পণ্যের গায়ে মূল্য অঙ্কিত না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২টি ব্যভসায় প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় যথাক্রমে ৩ হাজার টাকা ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন প্রসিকিউশন প্রদান করেন। ‍এছাড়া  বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।
অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।