বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে ডিজিটাল ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে এর উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি পিএসসি।
২৮ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ও ৬৬ ইস্ট বেঙ্গলের পরিচালনায় সেনানিবাসের মাল্টিপারপাস হল চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি একই জায়গায় শেষ হয়। ডিজিটাল ম্যারাথনের উদ্বোধনী দিনে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।
এসময় ৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তাসহ ৫ শতাধিক সেনাসদস্য এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান, ব্রিগেডিয়ার জেনারেল জিএম শরিফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল কাজী আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com