বরিশাল শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান কাজের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল নগরীতে সরকারি কোন প্রতিষ্ঠানে স্থাপন হতে যাচ্ছে হাজার বছরের শ্রষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের উদ্যোগে বোর্ড চত্ত্বরে ভাস্কর্যটি স্থাপন করা হবে। এরই মধ্যে ভাস্কর্য নির্মান কাজ শুরু হয়েছে।

বুধবার সকালে বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুস বেলচা হাতে কাজ করে ভাস্কর্য নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বোর্ড চেয়ারম্যান ছাড়াও বরিশাল বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।