বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ২০ পরীক্ষার্থী। এছাড়া আরও ২০ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শুক্রবার (১০ মার্চ) বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে পুনর্নিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণার পর ফল পুনঃনিরীক্ষণের জন্য চার হাজার ৫০৮ শিক্ষার্থী ১৪ হাজার ৬১০ বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। পরে ফলাফল পুনঃনিরীক্ষণ শেষে ৮৭ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ফেল থেকে পাস করা ২০ জনের একজন সবোর্চ্চ ‘বি’ গ্রেড পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে একজন ‘বি’ গ্রেড থেকে জিপিও-৫ পেয়েছে।
এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩৩১ কলেজে ৬১ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৮০৭ জন। ছেলে ২৫ হাজার ৫৮৮ ও মেয়ে ২৮ হাজার ২১৯ জন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com