বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেলো আরও ৩৮ শিক্ষার্থী

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে নতুন করে ৩৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফল পরিবর্তন হয়েছে ৮৯ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ১৩ জন পরীক্ষার্থী পাস করেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

গত ৬ ডিসেম্বর জেএসসির ফলাফল ঘোষণা করা হয়। বরিশাল বোর্ডে এ বছর পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৯০৬ জন শিক্ষার্থী।

ফল পুনঃনিরীক্ষণের ২ হাজার ৫০১ জন শিক্ষার্থী ৩ হাজার ৪৮৬টি আবেদন করেন। ফেল করা ১৩ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন এবং বিভিন্ন গ্রেডে ৮৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

পুনঃনিরীক্ষণের ফল দেখুন