বরিশাল শিক্ষা বোর্ডের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ

:
: ৩ years ago

করোনাকালে শিক্ষকদের আর্থিক প্রণোদনা প্রদানসহ নানা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা।

মঙ্গলবার বেলা ১২টায় নগরীর ফকিরবাড়ি রোডে শিক্ষক সমিতি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ লিখিত বক্তব্যে বলেন, করোনাকালেও শিক্ষা বোর্ড বিভিন্ন ফি আদায় করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে।

কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনো আয় ছিল না। গত দেড় বছরে কোনো জায়গা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনো সহায়তাও পায়নি।

এ অবস্থায় ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদ সুখবর হলেও প্রতিষ্ঠানগুলো ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার অর্থ জোগাড় করাও দুরূহ হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের জন্য করোনা সুরক্ষা ব্যয় নিয়েও তারা চিন্তিত।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাপন ব্যয় বেড়েছে বহুগুণ। এতে শিক্ষকদের ওপর আর্থিক চাপ বেড়েছে।

এসব কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য সরকারি প্রণোদনা দাবি করেন তিনি। একই সঙ্গে শিক্ষা জাতীয়করণ করাসহ আরও বেশ কিছু দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় সমিতির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।