বরিশাল শহর ৪ ঘণ্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা মেয়রের

:
: ২ years ago

বরিশালের ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেছেন বরিশালে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি ঈদুল আযহায় বরিশাল শহরের কোরবানির বর্জ্য ৪ ঘণ্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দেন।

শনিবার (০৯ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন তিনি।
এ সময় বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে মেয়র সাদিক আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, বরিশাল নগরবাসী যাতে ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় করতে পারেন, সেই আয়োজন আমরা সম্পন্ন করেছি।

ঈদের প্রধান ঈদ জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে চলেছে। এর মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করছি। যাতে করে নগরবাসী ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারেন।

এছাড়া আমাদের সিটি করপোরেশনের যত পরিছন্নতাকর্মী আছে সবাই কাল কাজ করবে। মাত্র ৪ ঘণ্টার মধ্যে পুরো শহর আমরা পরিষ্কার করবো আশা করি।